চট্টগ্রাম: নগরে বেপরোয়া গতিতে বাস চালানোসহ নানা অনিয়মের বিরুদ্ধে অভিযান করেছে নগর ট্রাফিক (উত্তর) বিভাগ। এ সময় নগরের ১০ নম্বর রুটের ১৮টি বাসের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।
এছাড়া ফিটনেসবিহীন ১৩টি গাড়ি আটক ও লাইন্সে না থাকায় ৩ বাস চালককে থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুলাই) নগরের ১০ নম্বর রুটে সকাল থেকে বিকেল পর্যন্ত এই পরিচালনা করা হয়।
ট্রাফিক (উত্তর) বিভাগের উপ পুলিশ কমিশনার জয়নুল আবেদিন বাংলানিউজকে বলেন, দিনভর অভিয়ানে ১০ নম্বর রুটে বেপরোয়ার গতিসহ বিভিন্ন অপরাধে ১৮টি বাসকে মামলা দেওয়া হয়েছে। অভিযানে ফিটনেস না থানায় ১০ নম্বর রুটের ১৩টি বাসকে আটক করা হয়। এছাড়া অপ্রাপ্ত বয়স্ক ও লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অপরাধে তিন বাসচালককে ধরে পাঁচলাইশ পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।