স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে গুমের অভিযোগ

Daily Daily

Zakiganj

প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২২

উপজেলা প্রতিনিধি
রাজনৈতিক শত্রুতার জের ধরে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর আমানুল্লাহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় চেয়ারম্যান বেলায়েতের বিরুদ্ধে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক কামরুল হাসানের ছোট দু’ভাইকে গুমের অভিযোগ উঠেছে। তারা হলেন–মো: মোসলে উদ্দিন ও মহিউদ্দিন।

৮ ফেব্রুয়ারি, ২০২২, মঙ্গলবার যুবদল নেতা কামরুলের পিতা আব্দুর জাহের চর জব্বর থানায় গুমের অভিযোগ দায়ের করেন।

জানা যায়, স্থানীয় হালিম বাজারে সন্ধ্যায় একটি চায়ের দোকানে বসা ছিলেন কামরুলের ভাই মো: মোসলে উদ্দিন। এসময় একটি মাইক্রোবাসে করে ডিবি পুলিশের পরিচয়ে সাদা পোশাকধারী ৫ জন লোক দোকান থেকে তুলে নেয় মোসলে উদ্দিনকে। একইসময় কামরুলের আরেক ছোট ভাই মহিউদ্দিনকে তুলে নেওয়া হয় বাড়ি থেকে।

স্থানীয় চা দোকানি রজব আলী বলেন, ‘একটি গাড়িতে করে ৫ জন মতো লোক আমার দোকানে আসে। পরে মোসলে উদ্দিনকে নাম পরিচয় জিজ্ঞেস করে তারা মাইক্রোবাসে উঠিয়ে নেয়।

গাড়িতে করে যারা এসেছিল তাদেরকে আগে কোথাও দেখেছিলেন কি না এমন প্রশ্নের জবাবে রজব আলী বলেন, ‘ তাদেরকে আমরা কেউই চিনতে পারিনি। তবে তারা না কি আইনের লোক এমনটাই বলল তখন।’

এবিষয়ে কামরুল হাসানের বাবা আব্দুর জাহের বলেন, ‘আমার বড় ছেলের সাথে শত্রুতার জেরে ছোট দুই ছেলেকে বেলায়েত মোল্লার দলবল তুলে নিয়ে গেছে। সে আমার বুক খালি করেছে। আমি ছেলেদের আমার বুকে ফেরত চাই। কামরুলের সাথে তার রাজনৈতিক প্রতিহিংসার কারনে সে এই কাজ করেছে।’

অভিযুক্ত বেলায়েত মোল্লা এই বিষয়ে বলেন, ‘আমি কাউকে গুম করেনি। আমার লোকজনের বিরুদ্ধে এমন অভিযোগ মিথ্যা। কাউকে গুম করার কথা আমি চিন্তাও করিনা। কামরুল আমার নামে মিথ্যা অভিযোগে থানায় গেছে। ওর ভাইয়েরা হয়তো নিজেরাই আত্মগোপনে গেছে।’

স্থানীয় পুলিশ প্রশাসনের সাথে কথা বলে জানা যায়, তারা গুমের অভিযোগ পেয়েছে। গুম হওয়া ব্যক্তিদের উদ্ধারে তাদের কাজ চলছে।

চর জব্বর থানার ওসি অসীম চক্রবর্তী বলেন, ‘ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক কামরুল হাসানের দুই ভাই গুমের ঘটনায় আমাদের থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। কামরুল হাসানের বাবা আব্দুর জাহের স্থানীয় চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেলায়েত মোল্লার বিরুদ্ধে গুমের অভিযোগটি করেন। আমরা বিষয়টি তদন্ত করছি। ভিক্টিমদের উদ্ধার করার কাজ চলছে। উপযুক্ত প্রমাণের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’