আমার অন্তরটা ইসলামী ব্যাংকের সাথে আছে —-হুছামুদ্দিন চৌধুরী ফুলতলী এমপি

Daily Daily

Zakiganj

প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, ডেইলি জকিগঞ্জ:: সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের নবনির্বাচিত এমপি মাওলানা হুছামুদ্দিন চৌধুরী ফুলতলী বলেছেন, সব ব্যাংকের সাথে সম্পর্ক থাকলেও আমার অন্তরটা ইসলামী ব্যাংকের সাথে আছে। দীর্ঘদিন পরে হলেও জকিগঞ্জবাসীর স্বপ্ন পূরণ হচ্ছে, আমরা অত্যন্ত আনন্দিত।  সুদমুক্ত জীবন ব্যবস্থা অত্যন্ত প্রয়োজন। আর সুদমুক্ত ব্যাংকিংয়ের উদ্যোক্তা হচ্ছে ইসলামী ব্যাংক। তিনি বলেন, মানুষে মানুষে ভেদাভেদ ভুলে ভালোবাসায় পূর্ণএকটি সমাজ আমাদেরকে নির্মাণ করতে হবে। বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে। প্রকৃত দুঃখী মানুষের পাশে দাঁড়ানো আজ সবচেয়ে বেশি প্রয়োজন।

১৬ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি জকিগঞ্জ উপশাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক পিএলসি সিলেট জোন প্রধান এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জাকির হোসেন। সভাপতির বক্তব্যে তিনি  বলেন, সুদের মতো গুনাহের কাজ থেকে এ জনপদের মানুষদের বাঁচানোর জন্যে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল। আপনাদের জকিগঞ্জের কৃতী সন্তান মরহুম আব্দুর রাজ্জাক লস্কর ছিলেন ব্যাংকের একজন অন্যতম উদ্যোক্তা। সবদিক বিবেচনায় অল্প সময়ের ব্যবধানে উপশাখাটিকে পূর্ণাঙ্গ ব্রাঞ্চ হিসেবে পরিণত করব আমরা। এছাড়া নতুন এ উপশাখাটি সকল ধরনের ব্যাংকিং সুবিধা দেবে বলেও উপস্থিত সূধীজনদের নিশ্চিত করেন তিনি। এক হাজার ব্যাংকের মধ্যে ৮৭৪তম অবস্থানে আছে ইসলামী ব্যাংক, এর আশেপাশেও দেশের অন্য কোনো ব্যাংক নেই। বঞ্চিত মানুষের জীবন মান উন্নয়নে ইসলামী ব্যাংক সবসময় কাজ করবে বলে আশ্বস্ত করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জকিগঞ্জ কেন্দ্রীয়  জামে মসজিদের ইমাম ও খতিব মুফতী আবুল হাসান বলেন, আমরা জকিগঞ্জবাসী একটা শূন্যতায় ভুগছিলাম, ইসলামি ব্যাংক এ এলাকায় একটি উপশাখা উদ্বোধনের মাধ্যমে আমাদেরকে সুদমুক্ত ব্যাংকিং ব্যবস্থার ধারায় যুক্ত করেছে। আমাদের ধর্মপ্রাণ এলাকাবাসীর পক্ষ থকে ব্যাংক কর্তপক্ষকে কৃতজ্ঞতা জানাচ্ছি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী ব্যাংক পিএলসি সিলেট জোন কর্মকর্তা ফয়সাল আহমেদ, কানাইঘাট শাখা ব্যবস্থাপক কায়সার আহমেদ, জকিগঞ্জ সদর ইউনিয়ন চেয়ারম্যান মাও আফতাব আহমদ, জকিগঞ্জ ইমাম সমিতির সভাপতি অধ্যাপক মাওলানা মুশাহিদ আহমদ কামালী, জকিগঞ্জ পৌরসভা সাবেক মেয়র বীর মুক্তিযুদ্ধা খলিলুর রহমান, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি জুবায়ের আহমদ, জকিগঞ্জ বণিক সমিতি সাধারণ সম্পাদক আব্দুল মুক্তাদির চৌধুরী প্রমুখ।