বারহাল ছাত্র পরিষদের অভিষেক অনুষ্ঠান ও আব্দুল্লাহ আল রাজুকে সংবর্ধনা

Daily Daily

Zakiganj

প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৪

বারহাল ছাত্র পরিষদের ২০২৪ সালের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান ও আব্দুল্লাহ আল রাজুকে সংবর্ধনা:

অদ্য ২০/০১/২০২৪ রোজ শনিবার বারহাল ইউনিয়ন পরিষদের হল রুমে নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নবগঠিত কমিটির সভাপতি গোলজার রহমান এর সভাপতিত্ত্বে ও নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক নাহিদ আহমদ চৌধুরী এর সঞ্চালনায় অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপদেষ্টা মাস্টার এখলাছুর রহমান শিকদার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপদেষ্টা ফয়জুল ইসলাম চৌধুরী, প্রতিষ্টাতা সভাপতি সাদিক আহমদ তাপাদার, সাবেক সভাপতি ছদিওল হোসাইন, পৃষ্টপোষক পারভেজ আহমদ, ইউপি সদস্য বুরহান উদ্দিন, প্রবাসী ফয়েজ আহমদ, এম এ রউফ সাহেদ প্রমুখ। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল রাজু।
অনুষ্ঠানে শুরুতে পবিত্র কুরআন থেকে তেলায়ত করেন, পরিষদের প্রচার সম্পাদক মাসুদ আহমদ শাহরিয়ার। এবং গীতা পাঠ করেন সহ সাধারণ সম্পাদক রিংকু মল্লিক। স্বাগত বক্তব্য রাখেন সহ-সভাপতি ইসহাক আল মারজান। শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষা ও সাহিত্য সম্পাদক তাহসিন আহমদ চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাছুম আহমদ তালুকদার, সহ-সভাপতি কামরান আহমদ, অনুষ্ঠানে ইসলামি সংগীত পরিবেশন করেন অর্থ সম্পাদক মেহেদী রেজা চৌধুরী।
অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির সকলকে শপথ বাক্য পাঠ করান পরিষদের উপদেষ্টা ফয়জুল ইসলাম চৌধুরী। তারপর সংবর্ধিত অতিথি আব্দুল্লাহ আল রাজু কানাডা গমন উপলক্ষে ক্রেস্ট প্রদান করেন পরিষদের সদস্য বৃন্দ। অনুষ্ঠান শেষে আগত অতিথি ও দর্শনার্থীদের মধ্যে ২০২৪ সালের বার্ষিক ক্যালেন্ডার বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের সহ-সভাপতি শাফায়াত রশীদ চৌধুরী, সহ-সভাপতি কাজী হামিদ, সুলেমান আহমদ, জাহিদ চৌধুরী, সহ সাধারণ সম্পাদক রাহী শিকদার, তুহিন আহমদ, সাংগঠনিক সম্পাদক শাহিদ আহমদ, সাংস্কৃতিক সম্পাদক হাসান আহমদ, ধর্ম সম্পাদক আল আমিন চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী, মাহবুব আলম, আজমল হোসেন, আনোয়ার আহমদ, তাহমিদ আহমদ, তারেক আহমদ, শাহরিয়া আহমদ প্রমুখ।