কালবেলা ডেস্ক : নতুন বছর থেকেই পাল্টাপাল্টি হাম-লায় জোর দিয়েছে রাশিয়া-ইউক্রেন। এরমধ্যে একদিনে ইউক্রেনের একটি প্রদেশে ৯৫ বার হামলা চালিয়েছে রাশিয়া। রোববার (২১ জানুয়ারি) কিয়েভ ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আঞ্চলিক গভর্নর ইউরি মালাশকো জানান, জাপোরিজিয়ায় রুশ সেনারা গতকাল ৯৫ বার হাম-লা চালিয়েছে। ওই সময়ে ১৬টি লক্ষ্যবস্তুতে এ হাম-লা চালানো হয়।
তিনি জানান, হাম-লার কারণে ৭১ বছর বয়সী এক ব্যক্তি আহত হয়েছেন। এ ছাড়া হামলায় দুটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।
রাশিয়া মালা টোকমাচকা এবং রোবোটাইনে ৭টি বহুমুখী রকেট লঞ্চার দিয়ে হাম-লা চালানো হয়েছে। এ ছাড়া হুলিয়াইপোল, ওরিখিভ, জালিজনিচনে, লুহিভস্কে, নভোঅ্যান্ড্রিভকা, রোবোটাইন, লেভাডনে এবং পোল্টাভকাতে ২৬টি ড্রোন হাম-লা চালানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নোভোদারিভকা, নভোআন্দ্রিভকা, মালা তোকমাচকা, চ্যারিভনে, শেরবাকি, হুলিয়াইপোল, লবকোভ, কামিয়ানস্কে, পিয়াতিখাটকিসহ বিভিন্ন এলাকায় ৬২টি আর্টিলারি শেল ছোড়া হয়েছে।
এর আগে গতকাল (২০ জানুয়ারি) খেরসনের দক্ষিণাঞ্চলে ৭৬টি হামলা করে রুশ বাহিনী। খেরসনের আঞ্চলিক সামরিক প্রশাসেনের প্রধান ওলেকজান্ডার প্রোকুদিন এ তথ্য জানিয়েছেন। এ ছাড়া একই দিনে সুমিতে ৩৭ বার হামলা হয়েছে। যদিও ওই দুই ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
Copied from: https://www.kalbela.com/world/europe/59530/anr -006