প্রথম আলো ডেস্ক : লম্বা বিরতির পর বিপিএল দিয়ে খেলায় ফিরেছেন তামিম ইকবাল। ফিরেছেন ফরচুন বরিশালের অধিনায়ক হিসেবে। আজ নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী রংপুর রাইডার্সকে হারিয়ে বরিশালের শুরুটাও হয়েছে দুর্দান্ত। তবে অধিনায়কত্ব করাটা তামিম খুব একটা উপভোগ করছেন না বলে জানিয়েছেন আজ মিরপুরে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক হিসেবে খেলায় ফেরার অনুভূতি জানতে চাওয়া হলে তামিম বলেন, ‘অধিনায়কত্ব নিয়ে আমি আগে যা বলেছিলাম, এখনো তা-ই আছে। আমার কাছে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, ফ্র্যাঞ্চাইজি মালিকদের থেকে। আমি চেষ্টা করব সে দায়িত্বটা পালন করতে। হ্যাঁ, একটু ভিন্ন তো অবশ্যই মনে হয়েছে টস করতে গিয়ে।’ এরপর বলেছেন সে কথাটা, যেটা আগেও শোনা গেছে তাঁর মুখ থেকে, ‘আমি এই জিনিসগুলো খুব বেশি উপভোগ করি না। আমি উপভোগ করি, ওয়ার্ম আপ শেষ হবে, আরামসে বসে থাকব। অধিনায়ক থাকলে কাগজে সই করো, টস করো। টসে কী হবে, জিতব, হারব…বহু ঝামেলা।’
https://www.prothomalo.com/sports/cricket/fbkdu0o35t/ anr 0007