মক্তবে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে উদীয়মান সমাজ কল্যাণ সংস্থার পুরস্কার বিতরণ

Daily Daily

Zakiganj

প্রকাশিত: ১০:৪৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৪

সকালের মক্তবে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে উদীয়মান সমাজ কল্যাণ সংস্থা জকিগঞ্জ কর্তৃক আয়োজন করা প্রকল্পের পুরস্কার বিতরণ গতকাল ০২ ফেব্রুয়ারি রোজ শুক্রবার জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে অবস্থিত বায়তুন নাজাত জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
বাচ্চাদের মসজিদমুখী করার লক্ষ্যে, টানা ৪০ দিন ব্যাপি সকাল বেলার মক্তবে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা হয়। আগত শিক্ষার্থীদের মধ্যে থেকে যারা ৪০ দিন উপস্থিত ছিলো তাদের মধ্যে বিশেষ পুরস্কার বিতরণ করা হয় এবং অন্যান্যদের মধ্যে সাধারণ পুরস্কার বিতরণ করা হয়।
সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল হাফিজের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন প্রতিযোগী ছানি আহমদ, নাতে রাসুল (সা.) পরিবেশনা করেন প্রতিযোগি আয়আন আহমদ। স্বাগত বক্তব্য প্রদান করেন সংস্থার সহ-সভাপতি ইমরান হুসাইন। অনুষ্ঠান নিয়ে অনুভুতি ব্যক্ত করেন সংস্থার প্রকাশনা বিষয়ক সম্পাদক কামরান আহমদ। সদস্যদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সংস্থার সাংগঠনিক সম্পাদক উসমান ফারুক রাদিয়ান।
অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখেন সংস্থার উপদেষ্টা জনাব আবু বকর আবুল এবং সংস্থার উপদেষ্টা জনাব মিজানুর রহমান। আরও বক্তব্য রাখেন উক্ত মক্তবের পরিচালক ও মসজিদের সহকারী ইমাম জনাব হাফিজ আবু তাহের মিসবাহ। এরপর সভাপতির বক্তব্য প্রদান করেন সংস্থার সভাপতি আবু উবায়দা কামিল।
অতঃপর পুরস্কার বিতরণী অধিবেশনে ৪০ দিন ব্যাপী মক্তবে উপস্থিতি প্রতিযোগিতায় নিয়মিত উপস্থিত হিসেবে ৯ জনকে প্রদান করা হয় সারপ্রাইজ উপহার বক্স এবং সনদপত্র। এছাড়া আরও ৪০ জনকে প্রদান করা হয় বিশেষ পুরস্কার।
সংস্থার সদস্যবৃন্দ তাদের বক্তব্য প্রদানকালে বলেন, আমাদের সমাজ থেকে এখন ইসলামের নৈতিক শিক্ষা গুলো একদম উটে যাচ্ছে। পূর্বের সময়ের তুলনায় এখন সকাল বেলার মক্তবের শিশুদের তেমন একটা মক্তবে পাওয়া যায় না। বর্তমান শিক্ষা ব্যবস্থা এমন হয়েছে যে, একটি শিশু সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত শুধু কোচিং সেন্টার নিয়ে ব্যস্ত আছে। এখন এমন হয়েছে যে, তার নামাজ পড়ার জন্য যে সুরা গুলো প্রয়োজন সেগুলোও শুদ্ধভাবে পাঠ করতে পারে না। তাই আমরা আমাদের সংস্থার মাধ্যমে সেইসব শিশুদের মসজিদ মুখী করার জন্য উৎসাহ প্রদান করতে এই প্রতিযোগিতার আয়োজন করেছি ৪০ দিন ব্যাপী। আরও জানান যে, উনাদের এই আয়োজন শুধুমাত্র একটি মসজিদেই সিমাবদ্ধ থাকবে না,পর্যায়ক্রমে তা ছড়িয়ে দিবেন জকিগঞ্জের সকল মসজিদে। উনারা আপ্রাণ চেষ্টা করে যাবেন মক্তব বিমুখ শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতা বা পুরস্কার প্রদানের মাধ্যমে মক্তব মুখি করতে।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার অনেক দায়িত্বশীলবৃন্দ। পরিশেষে, সংক্ষিপ্ত আকারে নাস্তা বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।