জকিগঞ্জে নিখোঁজ স্কুল ছাত্রের লাশ উদ্ধার –
জকিগঞ্জ উপজেলার আটগ্রাম জকিগঞ্জ রোডের পুর্বপাশে কুশিরখাল নামক স্থানে ১১ফেব্রুয়ারী, রবিবার, দুপুর অনুমানিক ২ঘটিকায় মরদেহ পাওয়ার খবর পেয়েছে মোশাররফের পরিবার।
জকিগঞ্জ থানা পুলিশের একটি টিম ইতিমধ্যে মহদেহের সুরতহাল প্রতিবেদনের কাজ করছে।
উল্লেখ্য :জকিগঞ্জে ওয়াজ শুনতে গিয়ে মোশাররফ হোসেন (১৪) নামের এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে শীরনামে বিভিন্ন পত্রিকায় খবর প্রকাশিত হয়েছিল।মোশাররফের পরিবারের পক্ষ থেকে জকিগঞ্জ থানায় জিডি করা হয়েছিল।
নিখোঁজ মোশাররফ রতনগঞ্জের গোলাম মোস্তফা চৌধুরী একাডেমির ৮ম শ্রেণির ছাত্র এবং এওলাসার গ্রামের জামিল আহমদ চৌধুরী ও কুলসুমা বেগমের পুত্র।
জানা যায়, গত মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) রাত ৮ টায় পাশ্ববর্তীগ্রাম নান্দিশ্রী ঈদগাহ মাঠে ওয়াজ শুনতে গিয়ে সে নিখোঁজ হয়। তিনদিন থেকে কোনো খোঁজ না পাওয়ায় তার পিতা জামিল চৌধুরী জকিগঞ্জ থানায় একটি জিডি করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা জকিগঞ্জ থানার এসআই মোঃ মহরম আলী জানান, তার ব্যবহৃত মোবাইলটি বন্ধ রয়েছে। পুলিশ তাঁকে খুজতে তৎপরতা চালিয়ে যাচ্ছে।