বিয়ানীবাজারে সড়ক দূর্ঘটনায় জকিগঞ্জের যুবক নিহত –

Daily Daily

Zakiganj

প্রকাশিত: ১:৩৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৪

 

বিয়ানীবাজারে সোমবার বিকালে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় জকিগঞ্জের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক জকিগঞ্জ উপজেলার ৫নং জকিগঞ্জ সদর ইউনিয়নের দরিয়াবাজ গ্রামের আখদ্দছ আলীর পুত্র আব্দুল আহাদ টগাই (৩৭)। সে বাসের হেলপার ছিল বলে জানা গেছে। বিকালে যুকবের চাচাতো ভাই আব্দুল মান্নান সিলেট থেকে বিয়ানীবাজার হাসপাতালে এসে লাশ সনাক্ত করেন। পুলিশ লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
জকিগঞ্জ বিয়ানীবাজার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন জানান নিহত যুবক পেশায় বাসের হেলপার ছিল। কিছুটা শারীরিক অসুস্থতার কারনে বিয়ানীবাজারের মেওয়া নামক স্থানে বাস থেকে নেমে রাস্তার পাশে যাচ্চিলো এমন সময় বিপরীতমুখী সিএনজি অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়ে রাস্তায় যায়। পরে ঐ সিএনজির লোকজন বিয়ানীবাজার সরকারি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে কেটে পড়ে সিএনজির লোকেরা। পুলিশ বাসের মালিক পক্ষকে বিয়ানীবাজার থানায় এনেছে।