জকিগঞ্জ থানা পুলিশের হাতে চোর চক্রের ৪ সদস্য আটক: গরু ও পিকআপ গাড়ি উদ্ধার…

Daily Daily

Zakiganj

প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৪

জকিগঞ্জ থানা পুলিশের হাতে চোর চক্রের ৪ সদস্য আটক: গরু ও পিকআপ গাড়ি উদ্ধার-

সিলেটের জকিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে গরু চোর চক্রের চার সদস্যকে বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকা থেকে আটক করেছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে জকিগঞ্জ থানা পুলিশ বিয়ানীবাজার উপজেলার চারখাই পুলিশ ক্যাম্পের সহযোগিতায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় গরু বহনকারী একটি পিকআপ ও দুইটি গরু উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন- সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানাধীন বড়শালা এলাকার আব্দুর রউফের ছেলে মোঃ আলম হোসেন (২১), একই এলাকার আব্দুল করিমের ছেলে নাদিম আহমদ (২০), মাহমুদূল হাসানের ছেলে শাহ মোঃ নুর উল্লাহ (১৯) ও মৃত নাছির মিয়ার ছেলে সেলিম মিয়া (২১)।
জকিগঞ্জ থানার মিডিয়া অফিসার এসআই মফিদুল হক সজল জানান,
জকিগঞ্জ থানার এসআই জাহেদ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ মামলা রুজু পরবর্তী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিয়ানীবাজার থানাধীন চারখাই এলাকা থেকে চারখাই পুলিশ ক্যাম্পের সহায়তায় অভিযান চালিয়ে গরু চোর চক্রের চার সদস্যকে গরু বহনকারী পিকআপ ও দু’টি গরুসহ আটক করে। পরে আসামীদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন।