“একটি প্রত্যাশিত স্বপ্ন নিয়ে প্রত্যাশা’র যাত্রা।যে স্বপ্ন আমাদের কে তাড়িত করে,প্রতিনিয়ত ভাবায়”

Daily Daily

Zakiganj

প্রকাশিত: ৮:৩৫ পূর্বাহ্ণ, মার্চ ২৪, ২০২৪

সদ্য ছাত্র আন্দোলন শেষ করে গনআন্দোলনে যাত্রা।সাধারণ মানুষের সাথে মিশে কাজ করার সুযোগ কিছুটা বেড়েছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের খোঁজ নেয়া একটু সাহায্য করার মধ্যে পরম তৃপ্তি পেতাম।

বিশের শুরুতেই করোনা মহামারী পুরো পৃথিবী স্তব্ধ করে দিয়েছিল। বাইশে দুই ধাপে বন্যা পুরো জকিগঞ্জ তথা সিলেট উলটপালট করে দিয়েছিল।করোনায় কর্মহীন মানুষের হাহাকার।বন্যায় গৃহপালিত পশু তথা কৃষিক্ষেতের ক্ষয়ক্ষতি এবং আশ্রয় কেন্দ্রে মানুষের বসবাস প্রচুর পীড়া দিয়েছিল।

বাইশের ছাব্বিশে জুলাই বিদেশী একটি সংস্থার সাথে ত্রান বিতরণ শেষে একটি আশ্রয় কেন্দ্রে বানবাসী মানুষের সাথে দুপুরের খাবার খেয়েছি।বিশ্রী পরিবেশে বসা আর খাবারটা খুব সুস্বাদু না হলেও মানুষের আন্তরিকতা,আনন্দে চোখের পানি আমাদের হৃদয় নাড়া দিয়েছিল। ঐ আশ্রয় কেন্দ্রের একটি রুমে পাঁচ পরিবারের হাস, মুরগি সহ সাতাশ জন লোক ছিল।প্রায় সপ্তাহ দিন পর তারা ভাতের চোখ দেখেছিল।পানি মিশিয়ে চিড়া খেয়ে বেচে ছিল।আমরা যখন তাদের কাছে পাঁচটি প্যাকেট দিয়েছিলাম তখন তারা হাসি-কান্না মিশ্রিত মুখে বলেছিল “আল্লাহ তুমি আমরারে খানি দিছো রেবা”।তাদের চাপাচাপিতে আমরা তাদের সাথে দুপুর খাবার খেতে বাধ্য হই।
এক ঈদে কাপড়ের দোকানের সামনে ছোট্ট মেয়ে আর মায়ের কান্না দেখেছিলাম।সেই দৃশ্য গুলো আমাকে বড় ভাবায়, পীড়া দেয় আবার কোন ভাবে একটু সহযোগীতা করতে পারলে প্রশান্তি মিলে।

মধ্যবিত্ত,নিম্নবিত্ত মানু্ষের ক্লান্তিহীন ছুটে চলা নিরবধি প্রচেষ্টা শুধুমাত্র একটু খানি কাপড় আর দুবেলা দুমুঠো ভাতের সন্ধানে।

এরকম বহু ঘটনার সাক্ষী বা নিজ চোখে দেখার সুযোগ হয়েছে। এই রকম ঘটনার সাক্ষী হয়ে নিজের দায়িত্ববোধ থেকেই মানুষের কল্যানে কিছু করার স্বপ্ন নিয়েই “সুস্থ সংস্কৃতির প্রদীপ জ্বেলে,মানবতার কল্যাণে এগিয়ে যাবো ঘরে ঘরে” স্লোগান কে সামনে রেখে আর্তমানবতার কল্যানে একটি সুখী সমৃদ্ধ জনপদ গড়ার লক্ষ্যে ২৩’শে মার্চ ২০২৩ সালে সদ্য প্রবাসে আগত ও দেশে অবস্থানরত বাছাইকৃত কিছু সমাজকর্মী নিয়েই জকিগঞ্জ প্রত্যাশা ফোরাম এর যাত্রা। দেখতে দেখতে বর্ষপূর্তী হয়ে গেলো প্রত্যাশা’র। এই এক বছরে সাধ্য অনুযায়ী বহু কাজ করা হয়েছে। উল্লেখ্য কাজের মধ্যে বড় পরিসরে ফুড প্যাক বিতরণ, কয়েকটি বিয়েতে সহযোগিতা, অসুস্থ রোগীর চিকিৎসা, হুইল চেয়ার, টয়লেট চেয়ার, টেবিল ফ্যান সহ ছোট বড় কিছু সহযোগিতার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রত্যাশা ফোরাম।

প্রত্যাশা’র এ কাজ গুলো করতে ফোরামের উপদেষ্টা, কার্যকরি পরিষদ, কার্যনির্বাহী পরিষদের আন্তরিকতা ও সহযোগিতা ছিল প্রশংসনীয়।
সকলের আন্তরিকতা ও সহযোগিতার ধারাবাহিকতা অব্যাহত থাকলে জকিগঞ্জ প্রত্যাশা ফোরাম মানবতার কল্যাণে অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ।

মুনীর আহমদ খান
সভাপতি
জকিগঞ্জ প্রত্যাশা ফোরাম