আহমদ সাইদ, বিশেষ প্রতিবেদকঃ ইসরায়েলের ওপর ব্যাপক রকেট ও ড্রোন হামলা চালানো হয়েছে। শনিবার (২ নভেম্বর) তিনটি দেশ থেকে আসা এই হামলায় প্রায় ১৪০টি রকেট এবং ড্রোন ব্যবহার করা হয়েছে। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইসরায়েলি সামরিক বাহিনীর মতে, লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে ১৩০টিরও বেশি রকেট নিক্ষেপ করা হয়, যার ফলে এলাকাজুড়ে সাইরেন বেজে ওঠে এবং সাধারণ মানুষ দ্রুত আশ্রয়কেন্দ্রে সরে যায়। একই সময়ে কমপক্ষে ১০টি ড্রোন হামলাও চালানো হয়। সেনাবাহিনী জানিয়েছে, তারা সাতটি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে। লেবানন থেকে ছোড়া ড্রোন ছিল ছয়টি, ইরাক থেকে তিনটি, এবং আরেকটি ড্রোনের উৎস নিশ্চিত করা যায়নি।
মধ্য ইসরায়েলের তিরাত অঞ্চলে একটি বাড়িতে রকেট হামলায় কমপক্ষে ১১ জন আহত হয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, এই রকেটটি প্রতিরোধে ব্যর্থতার বিষয়ে তদন্ত চলছে। হিজবুল্লাহর ড্রোন বাধাগ্রস্ত করার একটি ভিডিওও প্রকাশ করেছে ইসরায়েলি বিমানবাহিনী, যেখানে দেখা গেছে, হাইফার দক্ষিণে বিনয়ামিনা এলাকায় ড্রোন ভূপাতিত করতে তারা সফল হয়েছে।
আইডিএফের তথ্য অনুযায়ী, গত বছরের গাজা সংঘাত শুরু হওয়ার পর থেকে ইসরায়েলে প্রায় ১,৩০০টি ড্রোন হামলা হয়েছে। লেবানন, গাজা, ইরাক, সিরিয়া, ইয়েমেন এবং ইরান থেকে চালানো এসব হামলায় ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে। এই ড্রোনগুলোর মধ্যে ৮০ শতাংশ প্রতিরোধ করা সম্ভব হলেও, ২৩১টি ড্রোন ইসরায়েলে আঘাত করেছে।