জকিগঞ্জে ফ্ল্যামস এডুকেশন এর শাখা উদ্বোধন

Daily Daily

Zakiganj

প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৪

উসমান ফারুক রাদিয়ান:
০৫’নভেম্বর মঙ্গলবার দুপুর ০২ ঘটিকায় জকিগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন সোনার বাংলা কনফারেন্স হলে গ্র্যান্ড ওপেনিং প্রোগ্রামের আয়োজন করে ফ্ল্যামস জকিগঞ্জ।

ফ্ল্যামস জকিগঞ্জের চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং নাদিম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার।
অনুষ্টানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মোঃ ইয়াহইয়া আহমদ।নাতে রাসুল (সঃ) পরিবেশন করেন রিয়াদুর রহমান চৌধুরী।স্বাগত বক্তব্য রাখেন আব্দুল বাতিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জকিগঞ্জ পৌরসভা বিএনপির সভাপতি মাসুক আহমদ, সাবেক সভাপতি বজলুর রহমান মিলু,জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ,সাংবাদিক এনামুল হক মুন্না, মাওলানা ওহিদ উদ্দিন আহমদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন,দেশে এবং দেশের বাহিরে যেকোনো জায়গায় চাকরি থেকে শুরু করে যেকোনো ক্ষেত্রে বর্তমানে ইংরেজি চর্চা করতে হয়। তাছাড়া বিদেশে উচ্চতর শিক্ষায় যেতে হলেও ইংরেজি শেখার বিকল্প নেই।তাই ইংরেজি শিক্ষার প্রতি গুরুত্ব দেয়া প্রয়োজন।নিজেকে যোগ্যতাকে কাজে লাগিয়ে একাডেমি শিক্ষার পাশাপাশি ইংরেজি ভাষা শেখার জন্য চেষ্টা করা প্রয়োজন।

বক্তারা আরও বলেন,ফ্ল্যামস জকিগঞ্জ শুধুমাত্র ব্যবসায়িক চিন্তা না করে শিক্ষার্থীদের সহযোগী হিসেবে কাজ করার লক্ষ্য নিয়ে কাজ করলে শিক্ষার্থীদের পাশাপাশি ফ্ল্যামস জকিগঞ্জ শাখাও এগিয়ে যাবে।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফ্ল্যামস এডুকেশন’র শিক্ষক ফুয়াদ আহমদ,ইফতি আহমদ,জিসান আহমদ,ইমন আহমদ,কাওছার আহমদ,নাদিম আহমদ,ইউসুফ আহমদ,মনির আহমদ,অমিত,জুবায়ের আহমদ,জাকারিয়া তালুকদার শুভ ও শায়েক আহমদ সহ প্রমূখ