"দ্বীনকে বিজয়ী করতে হলে সবার আগে নিজের আমল ও আখলাকের ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে হবে" - মাওলানা হাবিবুর রহমান।

মাওলানা জালাল উদ্দিন জকিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত

Daily Daily

Zakiganj

প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৪

আজ রবিবার জকিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে উপজেলার রুকনদের ভোটে ২০২৫-২০২৬ সেশনের জন্য আমীর নির্বাচনি অনুষ্টান সম্পন্ন হয়। উপজেলা শাখার রুকনদের প্রত্যক্ষ ভোটে আমীর নির্বাচিত হয়েছেন মাওলানা জালাল উদ্দীন।

জকিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সহ অন্যান্য উপজেলার আমীরদের শপথ অনুষ্টান আজ সন্ধ্যায়  সিলেট জেলা কার্যালয়ে অনুষ্টিত হয়। শপথ গ্রহণ অনুষ্টানে জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান বলেন,দ্বীনকে বিজয়ী করতে হলে সবার আগে নিজের আমল ও আখলাকের ইতিবাচক পরিবর্তন আনতে হবে।এবং আমাদেরকে শপথের ওপর সব সময় আপোষহীন ও অবিচল থাকতে হবে।প্রত্যেক রুকনকে গণমানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যেতে হবে।তাহলে দ্বীনের বিজয়কে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। তিনি ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় সকলকে ময়দানে আপোষহীন থাকার আহবান জানান।সেই সাথে তিনি আরও বলেন,দ্বীন প্রতিষ্ঠার কাজে কোন ভাবেই শৈথল্য প্রদর্শন করা যাবে না বরং নিজেদের সকল সামর্থ উজার করে দিয়ে ময়দানে আপোষহীন থাকতে হবে।

শপথ গ্রহণ অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা উত্তর জামায়াতের সাবেক আমীর মাওলানা আনোয়ার হোসেন খান, সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি সাবেক জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন, জেলা নায়েবে আমীর আব্দুল হান্নান, সহকারী সেক্রেটারি নজরুল ইসলাম, মাসুক আহমদ সহ প্রমূখ।

উল্লেখ্য মাওলানা জালাল উদ্দীন দীর্ঘ ৪২ বছর থেকে জকিগঞ্জে ইসলামী আন্দোলনের প্রসারে কাজ করে যাচ্ছেন। তিনি ছাত্রশিবির সিলেট আলীয়া মাদ্রায় শাখার সভাপতি ও জকিগঞ্জ উপজেলার দ্বিতীয় সভাপতি ছিলেন।পরবর্তীতে তিনি জকিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সুলতানপুর ইউনিয়ন সভাপতি,উপজেলা অর্থ সম্পাদক,সেক্রটারী,নায়েবে আমীর ও পরবর্তীতে আমীর হিসেবে কাজ করেন।বিগত সেশনে তিনি সিলেট জেলা জামায়াতের মজলিসে শুরা সদস্য ও সমাজ কল্যান সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করেন।

পারিবারিক জীবনে উনার স্ত্রী,চার ছেলে,এক মেয়ে আছেন। দুই ছেলে ইউকে তে পড়াশোনা করছেন,এক ছেলে পোল্যান্ড, এক ছেলে দেশে পড়াশোনা করছেন এবং মেয়ে বিবাহিত।

পেশাগত জীবনে তিনি রেজিষ্টার্ড কাজী ও জকিগঞ্জ উপজেলা কাজী সমিতির সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।