কানাইঘাটের শিশু মুনতাহা হত্যাকান্ডে ছাত্র মজলিসের বিবৃতি

Daily Daily

Zakiganj

প্রকাশিত: ১১:২৫ পূর্বাহ্ণ, নভেম্বর ১১, ২০২৪

সিলেট জেলার কানাইঘাটের শিশু মুনতাহা আক্তার জেরিন হত্যার ঘটনায় ছাত্র মজলিস জকিগঞ্জ উপজেলা পূর্ব শাখা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।
গতকাল (১০ই নভেম্বর ২০২৪ইং) এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস জকিগঞ্জ উপজেলা পূর্ব শাখার সভাপতি মিনহাজুল হক রিফাত ও সেক্রেটারি জামিল আহমদ (রশিদী) বলেন, এই হত্যাকাণ্ড সিলেটসহ দেশের প্রতিটি মানুষের বিবেককে নাড়া দিয়েছে। ছাত্রমজলিস জকিগঞ্জ উপজেলা শাখা হত্যাকান্ডের শিকার হওয়া শিশু মুনতাহার পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং একি সঙ্গে হত্যাকারীদের দ্রুততম সময়ের মধ্যে শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছে।

প্রসঙ্গত, নিখোঁজের আটদিন পর রোববার ভোর রাতে মুনতাহার লাশ পাওয়া গেছে তার নিজ বাড়ির পাশের একটি পুকুরে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আওয়াল জানান, ভোর ৪টার দিকে মুনতাহার নিজ বাড়ির পুকুরে তার মৃতদেহের সন্ধান পাওয়া যায়। তার গলায় রশি পেঁচানো ও শরীরে ক্ষত চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে পুকুরে ফেলে দেয়া হয়েছে এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ৩ জন মহিলাকে গ্রেফতার করা হয়েছে।