সমৃদ্ধ রাষ্ট্র গঠনে রাসূল (সঃ) এর ন্যায় ও ইনসাফের আদর্শ ধারণ করতে হবে- মাওলানা আনওয়ার হোসাইন খান

Daily Daily

Zakiganj

প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৪

বাংলাদেশ জামায়াতে ইসলামী জকিগঞ্জ উপজেলা শাখার কসকনকপুর ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন আজ অনুষ্টিত হয়েছে। আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আনওয়ার হোসাইন খান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “সমৃদ্ধ রাষ্ট্র গঠনে রাসূল(স) এর ন্যায় ও ইনসাফের আদর্শ জীবনের সর্বক্ষেত্রে অত্যাবশ্যকীয় ভাবে ধারণ করতে হবে। আমাদের কাজ হবে সমাজের সকল মানুষের কল্যানের জন্য, এক্ষেত্রে একমাত্র মডেল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। যুগে যুগে যারা ইসলামী জীবনধারা প্রতিষ্ঠায় কাজ করেছেন,তাদের পথ ছিলো রাসূলের অনুসৃত পথ, তাই তারা মানুষের মাঝে রাসূলের সমাজের অনুরূপ ছাপ রাখতে পেরেছেন এবং আজ তারা আমাদের জন্য প্রেরণার। সমাজের স্তরে স্তরে সুষ্টু ধারার পরিবর্তন আনতে হলে প্রাথমিক ও অত্যাবশ্যক কাজ হলো ব্যাক্তি জীবনের সামগ্রিক পরিবর্তন ও পরিমার্জন। সমাজ পরিবর্তনের আগে নিজ ব্যাক্তিত্বের সংশোধন সবচেয়ে বেশি জরুরি।”

বিশেষ অতিথি উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা খলিল আহমদ তার বক্তব্যে বলেন,জামায়াতে ইসলামী সব সময়ই সুশৃঙ্খল,সহনশীল,উদার মনোভাবাপন্ন ও আমানতদার জনশক্তি তৈরি করে দেশ ও জাতীর জন্য কাজ করে দেশকে ক্ষুধা, দারিদ্র, অপশাসন ও দুঃশাসন মুক্ত করতে বদ্ধপরিকর। সেই সাথে গণমানুষের কল্যাণে বিভিন্ন গণমুখী তৎপরতা চালিয়ে যাচ্ছে।তিনি দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে সবাইকে ময়দানে আরো অধিকতর সক্রিয় হওয়ার আহবান জানান।

ইউনিয়ন সভাপতি ডাক্তার নজরুল ইসলাম নমিকের সভাপতিত্বে ও সেক্রেটারী ছয়েফ উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জামায়াতে ইসলামী জকিগঞ্জ উপজেলা শাখার নায়েবে আমীর মাওলানা খলিল আহমদ, উপজেলা সেক্রেটারি সারোয়ার হুসেন, মানিকপুর ইউপি জামায়াতের সভাপতি মাজেদ আহমদ, কানাইঘাট উপজেলার দিঘীরপার ইউপি সভাপতি মামুনুর রশিদ, জকিগঞ্জ উপজেলা উত্তর ছাত্রশিবির সভাপতি ইউছুফ চৌধুরী সহ প্রমূখ।