জকিগঞ্জে ব্যাটারী চালিত রিকশা শ্রমিকদের সাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময়

Daily Daily

Zakiganj

প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে গতকাল সোমবার বিকাল ৩ ঘটিকায় জকিগঞ্জ ডাকবাংলোয় অটো রিকশা শ্রমিকদের সাথে  এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আলি আকবর রাসেলের সভাপতিত্বে ও শ্রমিক সংগঠক হুসেন আহমদের পরিচালনায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুস সামাদ তাপাদার।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আল্লাহ তায়ালার কাছে সৎ পথে উপার্জন করা একজন শ্রমিকের গুরুত্ব খুবই বেশি। ইসলামের দৃষ্টিতে সম্পদের সার্বভৌমত্ব ও মালিকানা আল্লাহর, আর মানুষ তার তত্ত্বাবধায়ক মাত্র। সুতরাং এখানে মালিক-শ্রমিক সবাই ভাই ভাই। তাদের পারস্পরিক সম্পর্ক হবে শ্রদ্ধা-স্নেহ, সৌহার্দ ও বিশ্বস্ততায় ভরপুর। শ্রমিক ও মালিক উভয়ের অধিকার রয়েছে নিজ নিজ প্রাপ্য বুঝে পাওয়ার।উভয়কে বলা হয়েছে নিজ নিজ কর্তব্য পালনে দায়িত্বশীল হতে। শুধু মালিক বা শুধু শ্রমিক নয়; বরং উভয়কে সুসংহত আচরণ করার নির্দেশ দিয়েছে ইসলাম।

এ সময় মতবিনিময় সভায় আগত রিকশা শ্রমিকরা অতীতে তাদের সাথে ঘটে যাওয়া বিভিন্ন অপ্রীতিকর ঘটনা নেতৃবৃন্দকে জানান এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাধ্যমে তারা তাদের বিভিন্ন দাবিদাওয়া আদায় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। জকিগঞ্জ বাজারে রিকশার পার্কিংয়ের জন্য নির্দিষ্ট যায়গা বরাদ্দের দাবি জানান। রিকশা শ্রমিকদের কাছ থেকে চাদাবাজি বন্ধের জন্য কার্যকরী উদ্যোগ গ্রহণের আহবান জানান। এসময় শ্রমিক কল্যান ফেডারেশন নেতৃবৃন্দ অতিসত্বর ট্রেড ইউনিয়ন গঠনের মাধ্যমে শ্রমিকদের অধিকার নিশ্চিত করার উদ্যোগ গ্রহন করা হবে বলে আশ্বস্ত করেন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন জকিগঞ্জ উপজেলার সাবেক সেক্রেটারি দেলোয়ার হোসেন লস্কর, জকিগঞ্জ পৌরসভা জামায়াতের সভাপতি আবু রুশদ মুহাম্মদ ইকবাল, জকিগঞ্জ পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি নুরুল হুদা, অনলাইন নিউজ পোর্টাল ডেইলি জকিগঞ্জের সম্পাদক মো. মিজানুর রহমান, ছাত্রনেতা ফজল আহমদ সহ প্রমুখ।