ভারতীয় উগ্র হিন্দুদের বাঁধায় জকিগঞ্জ কাস্টমসে আমদানি রফতানি বন্ধ

Daily Daily

Zakiganj

প্রকাশিত: ৯:৩৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৪
শ্রীভূমি (করিমগঞ্জ) বিক্ষোভকারীরা বাংলাদেশি এলসি’র আওতায় আমদানি করা পণ্যবাহী ট্রাকগুলো ফেরত পাঠিয়েছে। TBN

সোমবার, আসামের করিমগঞ্জের শ্রীভূমি  সনাতনী ঐক্য মঞ্চ নামক একটি উগ্র হিন্দুবাদী সংগঠনের আন্দোলনের ফলে এই কার্যক্রম বন্ধ হয়ে যায়।

এর আগে দিনটিতে, জকিগঞ্জ কাস্টমস স্টেশনের মাধ্যমে শ্রীভূমি (করিমগঞ্জ) থেকে প্রায় ছয় টন কমলা বাংলাদেশে আমদানি করা হয়েছিল।

বাংলাদেশি কাস্টমস কর্মকর্তারা শ্রীভূমি (করিমগঞ্জ) কাস্টমস স্টেশনের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও সাড়া পাননি বলে জানিয়েছেন জকিগঞ্জের এক কাস্টমস কর্মকর্তা।

জকিগঞ্জ কাস্টমস স্টেশনের রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন এই বাণিজ্য বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করে বলেন, “শ্রীভূমি (করিমগঞ্জ) বিক্ষোভকারীরা বাংলাদেশি এলসি’র আওতায় আমদানি করা পণ্যবাহী ট্রাকগুলো ফেরত পাঠিয়েছে।”

তিনি আরও জানান যে, দীর্ঘদিন ধরে জকিগঞ্জের মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতে কোনো পণ্য রপ্তানি হচ্ছে না, তবে কিছু পণ্য, বিশেষ করে ফলমূল, এখানে আমদানি করা হয়। এদিকে, প্রান ও আকিজের মতো বাংলাদেশি কোম্পানির পণ্য নিয়মিতভাবে শেওলা (সুতারকান্দি) স্থলবন্দর দিয়ে ভারতে রপ্তানি হয়।

ভারতীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে সনাতনী ঐক্য মঞ্চের সদস্যরা শেওলা স্থলবন্দর দিয়ে রপ্তানি করা আলু ও কেকসহ বাংলাদেশি পণ্য পুড়িয়ে ফেলেছেন। তারা বাংলাদেশি পণ্য বর্জনের ঘোষণা দিয়েছেন।

সুত্রঃ টি বিএন

anjar021224/1