ডেস্ক রিপোর্ট : আগামী ১৩ ডিসেম্বর শুক্রবার সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার কর্মী সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে সোমবার ১ নং বারহাল ইউনিয়ন শাখা জামায়াতের উদ্যোগে ইউনিয়ন কমপ্লেক্স অডিটোরিয়ামে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রস্তুতি সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর, কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, সিলেট -৫ আসনের সম্ভাব্য সাংসদ প্রার্থী হাফেজ মাওলানা আনোয়ার হোসেন খান। ইউনিয়ন সভাপতি বেলাল আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুর রাহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জকিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক ছাত্রনেতা ছরওয়ার হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুস সামাদ তাপাদার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী ফয়জুল ইসলাম চৌধুরী, মাওলানা কামাল আহমদ , আহমদ রশিদ চৌধুরী শিব্বির , নিজাম উদ্দিন চৌধুরী, অহিদ আহমদ চৌধুরী, সাইদ আহমদ , কামরুল ইসলাম ও ইসলাম উদ্দিনসহ অনেকে ।
anjar31224/3