বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন জকিগঞ্জ পৌরসভা শাখার কমিটি অনুমোদন করা হয়েছে। গত ০৫ ডিসেম্বর, বৃহস্পতিবার নবগঠিত কমিটির অনুমোদন করে জকিগঞ্জ উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন। নবগঠিত কমিটির মেয়াদকাল ১ বছর বলে জানা যায়।
নবগঠিত কমিটিতে আলী আকবর রাসেল কে সভাপতি ও নুরুল হুদাকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনিত করা হয়েছে। কমিটিতে সহ সভাপতি হিসেবে আছেন আব্দুল কাইয়ুম ও মিনহাজ আহমদ। সহ সেক্রেটারী হিসেবে আছেন বাদল আহমদ, জালাল আহমদ ও মনজুরুল করিম। অর্থ সম্পাদক হিসেবে আছেন তারেক আহমদ, সমাজসেবা সম্পাদক হিসেবে মনোনিত হয়েছেন বেলাল আহমদ। শ্রম বিষয়ক সম্পাদক মনোনিত হয়েছেন মারজান আহমদ ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হিসেবে মনোনিত হয়েছেন আব্দুস সাত্তার।
নবগঠিত কমিটির সভাপতি আলী আকবর রাসেল বলেন, বিশ্বের যেসব দেশে শ্রম অধিকার সবচেয়ে বেশি লঙ্ঘিত হয়, বাংলাদেশ তাদের মধ্যে অন্যতম। এই কাতারে বাংলাদেশের সঙ্গে আছে আফগানিস্তান, জর্ডান ও জিম্বাবুয়ে। বাঙ্গলাদেশের শ্রমিকদের ন্যায় সংগত অধিকার বাস্তবায়নে জুরালো ভাবে কাজ করছে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন। জকিগঞ্জ পৌরসভায় বিভিন্ন স্তরে বিভিন্ন পেশার শ্রমিকরা কাজ করেন, অনেক ক্ষেত্রে তারা ন্যায্য মজুরি থেকেও বঞ্চিত হোন এবং বিভিন্ন ক্ষেত্রে মালিক শ্রমিক দ্বন্দের সৃষ্টি হয়। তা নিরসন সহ সব ক্ষেত্রে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতে আমরা কাজ শুরু করবো শ্রীগ্রই।
সেক্রেটারী নুরুল হুদা বলেন, বিগত দিনে কমিটি না থাকলেও আমরা শ্রমিকদের নিয়ে কাজ করেছি এবং ন্যায় সংগত যেকোন দাবি আদায়ে পক্ষে ছিলাম। আমরা দ্রুততম সময়ের মধ্যে সরকার নিবন্ধিত ট্রেড ইউনিয়ন গঠন করবো বিভিন্ন পেশার শ্রমিকদের জন্য এবং তাদের সামগ্রিক উন্নয়নে কাজ করবো।
প্রেস বিজ্ঞপ্তি