বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর সিলেট জেলা আহবায়ক কমিটি গঠন: জকিগঞ্জ থেকে স্থান পেলেন যারা

Daily Daily

Zakiganj

প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২৪

নিউজ ডেস্কঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার ২৭২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার,৫ ডিসেম্বর, রাত ১১ টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল এই কমিটি অনুমোদন দেন।
কমিটিতে আকতার হোসেনকে আহ্বায়ক, নুরুল ইসলামকে সদস্য সচিব, নাইম শেহজাদকে মুখ্য সংগঠক ও মালেকা খাতুন সারাকে মুখপাত্র হিসেবে রাখা হয়েছে। কমিটির তালিকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ভেরিফাইড ফেসবুক পেইজে প্রকাশ করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার আহ্বায়ক কমিটি আগামী ছয় মাসের জন্যে অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটি তে জকিগঞ্জ উপজেলা থেকে স্থান পেয়েছেন মোট ১৮ জন, যার মধ্যে সংগঠক হিসেবে ০১ জন এবং বাকি সবাই সদস্য হিসেবে রয়েছেন।
কমিটিতে সিলেট এমসি কলেজের ছাত্র রেদওয়ান রাফি কে সংগঠক হিসেবে রাখা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন, রাহাত ইসলাম – শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ, সাব্বির আহমদ -আরটিএম ইউনিভার্সিটি, জুবের আহমদ – দক্ষিন সুরমা কলেজ, নাদিম আহমদ – কানাইঘাট সরকারি কলেজ, হাবিবুর রাহমান -সিলেট টেকনিক্যাল কলেজ, নাজিম আহমেদ চৌধুরী – ইছামতি ডিগ্রি কলেজ, আহমেদ আল মাহির – লিডিং ইউনিভার্সিটি, আলী হোসেন – ইছামতি ডিগ্রি কলেজ, ইমরান হোসেন সাফওয়ান- জকিগনজ সরকারি কলেজ, মিনহাজুল হক রিফাত – জকিগঞ্জ সরকারি কলেজ, ইমরান হোসাইন- জকিগঞ্জ সরকারি কলেজ, নুসরাত জাহান নৌরিন – হাফসা মজুমদার ডিগ্রি কলেজ, পুষ্পিতা পিহু – হাফসা মজুমদার ডিগ্রি কলেজ, জেরিন তাসনিম নোহা – হাফসা মজুমদার ডিগ্রি কলেজ, তাহেরা আক্তার- হাফসা মজুমদার ডিগ্রি কলেজ।

উল্লেখ্য, ঘোষিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন ১২ জন। যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছে ১৭ জন। সংগঠক ১১ জন ও সদস্য হিসেবে রয়েছেন ২২৮ জন।