দীর্ঘ মেয়াদি পরিকল্পনা ও ব্যতিক্রমী কর্মসূচী নিয়ে আর্তমানবতার কল্যাণে কাজ করা প্রয়োজন -আবু সালেহ মোহাম্মদ ইয়াহইয়া

Daily Daily

Zakiganj

প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২৪

প্রেস বিজ্ঞপ্তিঃ জকিগঞ্জ প্রত্যাশা ফোরামের বার্ষিক সাধারণ সভা ফোরামের সভাপতি মুনির আহমদ খান এর সভাপতিত্বে ও সেক্রেটারী সালাহউদ্দীন মাহমুদ এর পরিচালনায় গতকাল বুধবার অনুষ্টিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠক ও এডুকেশনাল কনসালটেন্ট (ইউকে)আবু সালেহ মোহাম্মদ ইয়াহইয়া।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,জকিগঞ্জ প্রত্যাশা ফোরাম আর্তমানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে যা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।গতানুগতিক কাজের বাইরে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা ও ব্যতিক্রমী কর্মসূচী নিয়ে আর্তমানবতার কল্যাণে কাজ করা প্রয়োজন। রাসূল (সা:)বলেছেন,যারা মানুষের কল্যাণে কাজ করে তারাই উত্তম।জকিগঞ্জ প্রত্যাশা ফোরাম একটি কল্যাণকামী সামাজিক সংগঠন হিসাবে মানুষের কল্যাণে কাজ করার সাধ্যমত চেষ্টা করবে এবং মানুষের কল্যাণকামীতা অব্যাহত রাখবে।সেই সাথে ন্যায়,ইনসাফ ও বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে কাজ করে সমাজে সকল নাগরিকের অধিকারের নিশ্চয়তার লক্ষ্যে পোঁছার আহবান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা,গাজীপুর যুব বিভাগের সাবেক সভাপতি মুহি উদ্দীন।তিনি তার বক্তব্যে বলেন, গতানুগতিক ও লোক দেখানো কাজ না করে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নিয়ে স্থায়ী অর্থনৈতিক সমস্যা সমাধানে বিপন্ন ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন।ন্যায়-ইনসাফ ও মূল্যবোধের চর্চায় সুখী, সমৃদ্ধ ও শাান্তির সমাজে পরিণত হয় সে লক্ষ্যে কাজ করার আহবান জানান।

দাম্মাম প্রবাসী গ্রুপের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব লোকমান উদ্দীন তালুকদার নেজাম বলেন,জকিগঞ্জ প্রত্যাশা ফোরাম আর্তমানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে তা খুবই প্রশংসার দাবি রাখছে।তা নিয়মিত চালিয়ে যেতে হবে।শিক্ষা ও চিকিৎসা খাতে ব্যাপক কাজ করা ও সেই সাথে জকিগঞ্জের প্রতিটি সুবিধাবঞ্চিত মানুষের ঘরে ঘরে প্রত্যাশা ফোরাম এর সহযোগিতা পৌছানোর আহবান জানান তিনি

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিশিষ্ট ব্যবসায়ী,বারঠাকুরী জনকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান আবিদুর রহমান,বিশিষ্ট ব্যবসায়ী,সমাজসেবী মোহাম্মদ রেজাউল করিম।ডেইলি জকিগঞ্জের নির্বাহী সম্পাদক আনজর আল মুনীর,জগনাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নাজমুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক আবু বকর মুরাদী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ’সভাপতি মিজানুর রহমান,আহমদ শাহ তামিম,হোয়াইটওয়ে একাডেমির ম্যানেজিং ডিরেক্টর কাজী মিজান,সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ,সহ’সেক্রেটারী আক্তার হুসেন রাজন,তারেক বিন আযাদ,মাছুম আহমদ,ফাহিম উদ্দীন,অফিস সম্পাদক হুসেন আহমদ,অর্থ সম্পাদক ফজল আহমদ সহ প্রমূখ।