“বোঝাপড়া”- শিশুর যৌন হয়রানি সহ অসংখ্য বইয়ের প্রগতিশীল লেখক দম্পতি নাছির ও লামিয়ার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা

Daily Daily

Zakiganj

প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২৪

জনপ্রিয় ব্লগার ও লেখক দম্পতি নাছির উদ্দিন ও মীর লামিয়ার বিরুদ্ধে ঢাকার মিরপুর থানায় ধর্মীয় উস্কানিমূলক লেখালেখির কারনে তথ্য ও প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে। এ মামলা করেন হেফাযত নেতা মোখলেছুর রহমান।

এ বিষয়ে ব্লগার ও লেখক দম্পতি নাছির উদ্দিন ও মীর লামিয়ার সাথে কথা বললে জানা যায় তারা নিজেদের বিবেক ও সামাজিক দায়বদ্ধতা থেকে সামাজিক গোড়ামির বিরুদ্ধে লেখালেখি করছিলেন।কিন্তু কিছু কুচক্রী গোষ্ঠী তাদের এ মহৎ কাজের পেছনে উঠে পড়ে লেগেছে। তাদেরকে ভয দেখিয়ে লেখালেখি থেকে বিরত রাখার চেষ্টা চালাচ্ছে। তারপরো তারা তাদের ব্যক্তিগত ব্লগ www.nasir.lamya.com এ সামাজিক অসংগতির বিরুদ্ধে লেখা লেখি চালিয়ে যাচ্ছিলো। যার কারনে তাদের ওপর কয়েকবার হামলাসহ হত্যার হুমকি দেয়া হয়।�এরপর তারা হঠাৎ করে ই সম্পূর্ণ অন্যায়ভাব ১৪ আগষ্ট থানায় মামলা দায়ের করে।

এ লেখক দম্পতি জানান তাদের যৌথ উদ্দোগে লেখা শিশুদের ওপর যৌন হয়রানির বিরুদ্ধে সর্বশেষ বই “বোঝাপড়া” শিশুর যৌন হয়রানি লেখার পর সমস্যা প্রকট হতে থাকে।এবং এর পর একাধিক বার ফোনে মৃত্যুর হুমকি দেয় এবং জুলাই মাসের ২৭ তারিখে বাসায় কফিনের কাপড় পাঠিয়ে মেরে ফেলার ভয় দেখায়।

এ বিষয়ে মিরপুর থানার ওসি মোতাহের হোসেন বলেন, “ব্লগার ও লেখক দম্পতি নাছির উদ্দিন ও মীর লামিয়ার তার বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে আনীত অভিযোগ তদন্ত করে সেটার সত্যতা বের করার চেষ্টা করা হচ্ছে।অভিযোগ সত্য হলে তাদেরকে গ্রেফতার করে করে আইনের আওতায় আনা হবে।